Logo
×

Follow Us

অর্থনীতি

অনলাইন শপকে আড়াই লাখ টাকা জরিমানা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২০, ১৩:৫০

অনলাইন শপকে আড়াই লাখ টাকা জরিমানা

অনলাইনে পণ্যের অর্ডার নিয়ে তা সরবরাহ না করাসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর কলাবাগানের একটি অনলাইন শপকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রবিবার (১৬ আগস্ট) রাতে ‘ইমরোজ কালেকশনস’ নামের ওই দোকানে অভিযান চালানো হয়।

কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র আজ সোমবার (১৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন।

ফ্রি স্কুল স্ট্রিট রোডের একটি ভবনের নিচতলায় মাহিন ইসলাম তন্বী নামের এক নারী ওই দোকানটি চালান। আর ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে থাকেন তিনি।

ওসি বলেন, টাকা নিয়ে পণ্য সরবরাহ না করার অভিযোগ পেয়ে সেখানে গিয়ে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে ব্যবসা করার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। 

তিনি বলেন, দুই ভুক্তভোগী কলাবাগান থানায় এসে অভিযোগ করেন- তিন মাস আগে টাকা পাঠিয়ে তারা ইমরোজ কালেকশনসে পণ্যের অর্ডার করেছিলেন। সেই পণ্য এখনো তারা পাননি। সেই অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট গতকাল রাত ১১টার দিকে ওই দোকানে অভিযান চালিয়ে আরো নানা অনিয়ম দেখতে পান।

তিনি আরো বলেন, মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্স ও আমদানি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র না থাকায়, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও অনলাইনে প্রতারণার অভিযোগে ডিএমপির ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান মো. সাইদুজ্জামান ইমরোজ কালেকশনের মালিককে নগদ আড়াই লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫