
ইন্টেলেক্চুয়াল প্রপার্টি এসোসিয়েশন অব বাংলাদেশের (আইপিএবি) আয়োজনে গত শনিবার (২৯ আগস্ট) এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন- শিল্প মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম। এসোসিয়েশনের সভাপতি ও নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম মল্লিক সূচনা বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে শিল্প সচিব কে এম আলী আজম দেশের মেধাস্বত্ব অধিকার রক্ষায় আইপিএবি যে দীর্ঘদিন ধরে কাজ করছে তার ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, মেধাস্বত্ব অধিকার সুরক্ষায় সকলে মিলে সমন্বিতভাবে কাজ করার বিকল্প নাই।| এসোসিয়েশন হিসেবে আইপিএবি সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের মধ্যে লিয়াজোঁ তৈরি করতে পারে এবং সকল অংশীজনদের স্বার্থ সুরক্ষায় আরো বেশি ভূমিকা রাখতে পারে। শিল্প সচিব সরকারের প্রয়োজনীয় সকল রকমের সহযোগিতার ব্যাপারে তার পক্ষ থেকে আশ্বস্ত করেন |
ওয়েবিনারে আইপিএবির ডিরেক্টর জেনারেল আজিজুর রহমান এফসিএস `বাংলাদেশে মেধাস্বত্ব অধিকার; আইপিএবির ভূমিকা’ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন ও এসোসিয়েশনের সার্বিক কর্মকাণ্ড, বিগত বছরগুলিতে নেয়া বিভিন্ন পদক্ষেপ, আগামীদিনের পরিকল্পনা সকলের নিকট তুলে ধরেন |
এছাড়া তিনি আইপিএবির এক্সেকিউটিভ কমিটিসহ বিভিন্ন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
পরবর্তীতে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন- অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শরিফা খাতুন। তিনি দেশীয় শিল্প ও বিশেষ করে ছোট ছোট ব্যাবসায়িক উদ্যোগ সমূহের মেধাস্বত্ব সুরক্ষার ব্যাপারে আইপিএবি কিভাবে আরো বেশি সম্পৃক্ত হতে পারে সে বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।
ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশের লিগ্যাল এন্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মুবীনা আসাফ ব্যাবসায়িক ক্ষেত্রে নকল, চোরাচালানসহ মেধাস্বত্ব অধিকার লঙ্ঘনের মতো সমস্যাসমূহ তুলে ধরেন।
এতে আরো বক্তব্য দেন- সাবেক শিল্প সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, সাবেক অতিরিক্ত সচিব জালাল আহমেদ, এফবিসিসিআই এর আইপি কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ ওমর শাফায়েত কাওসার, রবির হেড অব কর্পোরেট এন্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স ব্যারিস্টার সাহেদ আলম, ইউনিলিভার বাংলাদেশের হেড অব লিগ্যাল ব্যারিস্টার রাশেদুল কাইয়ুম, শান স্যাং গ্রুপের সিইও ও কোম্পানি সেক্রেটারি এমডি কাওসার আলম, মবিল যমুনা লিমিটেড বাংলাদেশের সিইও এম মুকুল হোসেন প্রমুখসহ বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।