Logo
×

Follow Us

অর্থনীতি

কক্সবাজার-সিলেট রুটে বিমানের ফ্লাইট

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ২২:২৮

কক্সবাজার-সিলেট রুটে বিমানের ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১২ নভেম্বর থেকে সিলেট-কক্সবাজার-সিলেট রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে।

রাষ্ট্রায়ত্ত সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিমানের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, কাউন্টার ও ট্রাভেল এজেন্ট থেকে টিকিট কেনা যাবে।

আকাশপথে অভ্যন্তরীণ বেশিরভাগ রুট ঢাকাকেন্দ্রিক। সিলেট থেকে কেউ বিমানে কক্সবাজার যেতে চাইলে প্রথমে ঢাকায় আসতে হয়। একইভাবে কক্সবাজার থেকে কোনো যাত্রী সিলেট যেতে চাইলে তাকেও প্রথমে ঢাকায় পা রাখতে হয়। তবে সিলেট-কক্সবাজার-সিলেট রুটে ফ্লাইট তাদের জন্য সুবিধাজনক হবে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫