Logo
×

Follow Us

অর্থনীতি

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ শাহজাহান

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ১৯:৩৭

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ শাহজাহান

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শাহজাহান।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক আদেশে গত ১৯ নভেম্বর মোহাম্মদ শাহজাহানকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব হিসেবে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে। 

মোহাম্মদ শাহজাহান ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বিএইচবিএফসিতে যোগদান করেন। তিনি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) ১৯৮৭ সালে অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। মোহাম্মদ শাহজাহান ফেনী জেলার পরশুরাম উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫