Logo
×

Follow Us

অর্থনীতি

চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ারটেকের কল্যাণে সরকারের সাশ্রয় ৮২,১৯,০৬,২৪০ টাকা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০, ২১:৫৪

চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ারটেকের কল্যাণে সরকারের সাশ্রয় ৮২,১৯,০৬,২৪০ টাকা

দেশের শীর্ষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেড সরকারের ৮২,১৯,০৬,২৪০ টাকা সাশ্রয়ের লক্ষে চট্টগ্রাম বন্দরের খালি কনটেইনার রিম্যুভাল অপারেশন প্রজেক্টের কাজ পেতে যাচ্ছে। 

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দরপত্র মূল্যায়ন কমিটির প্রথম সভা শেষে বিষয়টি জানা গেছে। 

দরদাতা দুই প্রতিষ্ঠানের মধ্যে সাইফ পাওয়ারটেকের উদ্ধৃত দর ছিল ১১৫ কোটি ৯১ লাখ ১৪ হাজার ৯৬০ টাকা যা সর্বনিম্ন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আগামী ৭ বছরের জন্য কাজটি পাবে এই সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড।

অন্যদিকে আরেক প্রতিষ্ঠান এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড দর দিয়েছে ১৯৮ কোটি ১০ লাখ ২১ হাজার ২০০ টাকা। যা সাইফ পাওয়ারটেকের চেয়ে ৮২ কোটি ১৯ লাখ ৬ হাজার ২৪০ টাকা বেশি।

চট্টগ্রাম বন্দরের এক কর্মকর্তা জানান, দুই প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতিতে বন্দর ভবনে আর্থিক দরপত্র খোলা হয়। এর মধ্যে সাইফ পাওয়ারটেক সর্বনিম্ন দরদাতা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫