পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তি বন্ধে অর্থ মন্ত্রণালয়ের চিঠি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ২২:৫২

অবকাঠামো খাতের কোম্পানিকে সরাসরি (ডাইরেক্ট লিস্টিং) শেয়ারবাজারে তালিকাভুক্ত না করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানকে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
বিতর্কিত উপায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে লা মেরিডিয়ানকে সরাসরি শেয়ারবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নেয়ার পরিপ্রেক্ষিত্রে অর্থ মন্ত্রণালয় থেকে এমন সিদ্ধান্ত আসলো।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসি চেয়ারম্যান বরাবর পাঠানো এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন অর্থমন্ত্রীর একান্ত সচিব ড. মো. ফেরদৌস আলম। এ চিঠিতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত গত ৮ সেপ্টেম্বরের চিঠির বিষয়ে কার্যক্রম গ্রহণ না করার জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে গত ৮ সেপ্টেম্বর অর্থমন্ত্রী অবকাঠামো প্রকল্প অর্থায়নে সরকারি ও বেসরকারি তফসিলি ব্যাংকের গৃহীত ইক্যুইটি এক্সপোজারে তারল্য সৃষ্টি ও ঝুঁকি কমানোর জন্য এ সংশ্লিষ্ট কোম্পানিকে সরাসরি তালিকাভুক্তির জন্য করণীয় পদক্ষেপ নিতে বলেছিলেন।
এর পরিপ্রেক্ষিতে বিধিবর্হিভূতভাবে লা মেরিডিয়ানকে সরাসরি শেয়ারবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নেয় ডিএসই। যা আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ডিএসইর পর্ষদ সভার আলোচনাতেও রাখা হয়। তবে বিএসইসির হস্তক্ষেত্রে শেষ পর্যন্ত ডিএসইর পর্ষদ সভার আলোচনা থেকে বিষয়টি বাদ দেয়া হয়। আপাতত অনিয়মের মাধ্যমে লা মেরিডিয়ানের সরাসরি তালিকাভুক্তির বিষয়ে বিএসইসির চিঠির জবাব দেবে ডিএসই।
বিএসইসির অনুসন্ধানে লা মেরিডিয়ানের সরাসরি তালিকাভুক্তির বিষয়ে বেশকিছু অনিয়ম উঠে এসেছে। সেসব বিষয়ে জানতে চেয়ে গত ১৫ ডিসেম্বর ডিএসইকে চিঠি দেয়া হয়। যা পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়। একইসঙ্গে বিষয়গুলো সমাধান না হওয়া পর্যন্ত সরাসরি তালিকাভুক্তির প্রক্রিয়া স্থগিত করতে বলা হয়।