Logo
×

Follow Us

অর্থনীতি

বরগুনায় এনআরবিসি ব্যাংকের যাত্রা শুরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯, ১৮:৩৩

বরগুনায় এনআরবিসি ব্যাংকের যাত্রা শুরু

বরগুনায় এনআরবিসি ব্যাংকের যাত্রা শুরু

বরগুনায় এনআরবিসি ব্যাংকের ৭১তম শাখার যাত্রা শুরু হয়েছে। আজ রবিবার (৩ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে ৭১তম শাখার কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব এস এম পারভেজ তমাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরগুনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভুএনআরবিসি ব্যাংকের সম্মানিত পরিচালক জনাব একেএম মোস্তাফিজুর রহমান, বরগুনা পৌরসভার মেয়র জনাব সাহাদাত হোসেন, বরগুনা জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ, বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার জনাব তোফায়েল আহম্মেদ। 

প্রধান অতিথি পানিসম্পদ মন্ত্রী জনাব জাহিদ ফারুক এমপি বলেন, আশা করি স্বচ্ছতা, কার্যকর সেবা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে এনআরবিসি ব্যাংক সেক্টরে একটি ব্যবসাবান্ধব ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হবে।

বিশেষ অতিথি সাংসদ এ্যাডভোকেট ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভু বলেন, এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নসহ সার্বিক উন্নয়নে এনআরবিসি ব্যাংক পাশে থাকবে।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মো. মুখতার হোসেন, সাপোর্ট সার্ভিসেস অ্যান্ড ব্রাঞ্চেস বিভাগের প্রধান মোহাম্মদ মোস্তাহাক, বরগুনা শাখার ব্যবস্থাপক জনাব জনাব দেলোয়ার হোসেন, সম্মানিত  গ্রাহক, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫