এমটিবির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২০, ১৭:৩৩
বারিধারা কর্পোরেশন লিমিটেড ও বারিধারা এগ্রো এন্ড ফুড প্রসেসিং লিমিটেড-এর চেয়ারম্যান, স্বদেশ প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াকিল উদ্দিন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং এর তিনটি অঙ্গ প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও তিনি বর্তমানে হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল-এর পরিচালক এবং স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি দৈনিক স্বদেশ প্রতিদিনের সম্পাদকীয় বোর্ডের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মো. আব্দুল মালেক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মালেক দেশের খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট থেকে বি.এস.সি. ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রী অর্জন করেন। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান শেলটেক কনসালট্যান্টস্ প্রাইভেট লিমিটেডের (এসসিপিএল) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
কনসালট্যান্টস্ প্রাইভেট লিমিটেড (এসসিপিএল)-এর বাস্তবায়নকৃত গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য প্রকল্পগুলো হলো- এশিয়ান ডেভেলপম্যান্ট ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংক, ইউনাইটেড ন্যাশনস্ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি), ইউরোপীয়ান ইকোনোমিক কমউিনিটি (ইইসি), ফিনিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (এফআইএনএনইডিএ), ইউনাইটেড স্টেটস্ এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি), ইউনাইটেড ন্যাশনস্ চিলড্রেনস্ ফান্ড (ইউনিসেফ) এবং ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) ইত্যাদি। গার্মেন্টস শিল্পেও তাঁর রয়েছে ব্যাপক অভিজ্ঞতা।
গত ২৯ ডিসেম্বর, ২০২০ ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৫৬তম সভায় উপরোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।-বিজ্ঞপ্তি