Logo
×

Follow Us

অর্থনীতি

শীর্ষ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১, ০৮:৪৮

শীর্ষ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

ব্যবসায়ী কাউছ মিয়া অতীতের বছরগুলোর মতো এবারো ব্যবসায়ী ক্যাটাগারিতে শীর্ষ করদাতার তালিকায় নাম লিখিয়েছেন।

২০১৯-২০ করবর্ষে শীর্ষ করদাতার এ তালিকা সম্প্রতি প্রকাশ করেছে সরকার। এর আগে গত কয়েক বছর ধরে তিনি ব্যবসায়ী ক্যাটাগারিতে শীর্ষ করদাতার সম্মাননা পেয়ে আসছিলেন।

এবার কাউছ মিয়া ছাড়াও ব্যবসায়ী তালিকায় তার পরে অবস্থান করছেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বিএবির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম মজুমদার প্রমুখ।

প্রকাশিত তালিকা অনুযায়ী, জাতীয় পর্যায়ে ব্যক্তি করদাতাদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৭৬ জন, ৫৩ কোম্পানি ও অন্যান্য ক্যাটাগরিতে ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে।

এর বাইরে জেলা পর্যায়েও শীর্ষ করদাতা ও দীর্ঘ সময় ধরে কর প্রদানকারীদের সম্মানিত করা হবে। 

এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিগগিরই এসব শীর্ষ করদাতাদের সম্মাননা তুলে দেবে এনবিআর। তবে করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় স্বল্প অনুষ্ঠানিকতায় এ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানা গেছে। -বাসস

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫