Logo
×

Follow Us

অর্থনীতি

বাংলাদেশে ডেলিফ্রান্সের যাত্রা শুরু

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৭

বাংলাদেশে ডেলিফ্রান্সের যাত্রা শুরু

ডেলিফ্রান্স বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবারের মত ফ্ল্যাগশিপ লোকেশন উদ্বোধন করলো ডেলিফ্রান্স বাংলাদেশ। রাজধানীর অভিজাত ১১৪ গুলশান এভিনিউতে অবস্থিত এই ক্যাফেটির একমাত্র শাখাটি ভোজনরসিকদের জন্য সকাল ৮টা থেকে খোলা থাকবে।  

ফরাসি খাবার ভিত্তিক ডেলিফ্রান্স, ভোজনপ্রেমীদের জন্য সবসময় টাটকা, স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার পরিবেশন করে। এই ক্যাফেতে প্রতিদিন হাতে খাবার তৈরি করা হয় বলে এখানকার খাবারগুলো প্রকৃত ফ্রেঞ্চ বেকারির স্বাদ, গুণগত মান, সুবাস সমৃদ্ধ হয়ে ওঠে, ঠিক যেন প্যারিসিয়ান ক্যাফের মতো। ডেলিফ্রান্স -এর মেনুর প্রতিটি আইটেম ভোক্তাদের জিভে যে জল আনবে, তা বলার অপেক্ষা রাখেনা। এই ক্যাফের ভিয়েনুয়েসারি মেনুতে আছে রুটি, স্যান্ডউইচ যা সরাসরি ফ্রান্স থেকে আমদানিকৃত ময়দা দ্বারা তৈরি হয়।  

লে ব্ল্যু লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবিদ মানসুর বলেন, “জুলাইতে ফ্র্যাঞ্চাইজটি প্রাথমিকভাবে উদ্বোধনের পর আমরা দেখতে চেয়েছিলাম যে আমরা ভোজনপ্রেমীদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছি। আর ভোক্তাদের কাছ থেকে প্রাপ্ত ইতিবাচক সাড়াই আমাদের এই ক্যাফেটি পূর্ণাঙ্গভাবে শুরু করতে উৎসাহিত করে। ডেলিফ্রান্স-এ সংশ্লিষ্ট সকলেই প্রতিনিয়ত আমাদের কাজে অনুপ্রাণিত করে। যার কারণে যত্ন সহকারে গম চাষকারী সেইসব কৃষক থেকে শুরু করে আনন্দের সাথে খাবার উপভোগকারী প্রতিটি ভোজনরসিক পর্যন্ত সকলেই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ক্যাফেতে এসে খাবার উপভোগ করতে সকল ভোজনরসিকদের আমি আমন্ত্রণ জানাচ্ছি।”-বিজ্ঞপ্তি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫