
অনলাইন শপিং উৎসব ‘১০-১০’। ছবি : সংগৃহীত
দেশের ২০টি ই-কমার্স, লজিস্টিক ও পেমেন্ট প্রতিষ্ঠানের অংশগ্রহণে আজ রবিবার (১০ অক্টোবর) থেকে শুরু হচ্ছে অনলাইন শপিং উৎসব ‘১০-১০’। উৎসব চলবে ২০ দিনব্যাপী।
এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার (৯ অক্টোবর) এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ই-কমার্স নিয়ে সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে এই বছরের ‘১০-১০’ আয়োজন গ্রাহক সচেতনতার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এবারের উৎসবের স্লোগান ‘জেনে, শুনে, বুঝে- শপিং করুন অনলাইনে।’
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই উৎসবে সেসব ই-কমার্স প্রতিষ্ঠানকেই অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে যারা সুনামের সঙ্গে বেশ কয়েক বছর সার্ভিস দিয়ে যাচ্ছে এবং যাদের ব্যাপারে কোনও ধরনের বিতর্ক নেই।
চালডাল, রকমারি, আজকের ডিল, পিকাবো, পাঠাও ফুডস, সেবা, একশপ, আদি, বাংলা শপার, বেবি কেয়ার, ডায়বেটিস স্টোর, যা চাই, প্রথমা, গ্যাজেট অ্যান্ড গিয়ার, আই ফেরি, স্টারটেকসহ ২০টি ই-কমার্স সাইট ও লজিস্টিক কোম্পানি অংশ নিচ্ছে।
মোবাইল ফাইন্যান্সিয়াল কোম্পানি বিকাশ পেমেন্ট পার্টনার হিসেবে থাকছে এই আয়োজনে। এছাড়া ডেলিভারি পার্টনার হিসেবে আছে ডেলিভারি টাইগার।
২০ দিনব্যাপী এই আয়োজনে প্রতিটি কোম্পানি নানা ধরনের গিফট, ডিসকাউন্ট, অফার ছাড়াও দিচ্ছে সারাদেশে ফ্রি ডেলিভারি। বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
এই আয়োজনের বিস্তারিত জানা যাবে www.TenTen.com.bd এই ওয়েবসাইটে।