Logo
×

Follow Us

অর্থনীতি

গ্লোবাল ইসলামী ব্যাংকের নতুন দুই শাখা উদ্বোধন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ১৫:২৯

গ্লোবাল ইসলামী ব্যাংকের নতুন দুই শাখা উদ্বোধন

প্রধান অতিথি হিসেবে অনলাইনে শাখা দুইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।

আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে সোমবার (২৫ অক্টোবর) গ্লোবাল ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর চৌরাস্তা ও দক্ষিণ কেরাণীগঞ্জ শাখা দুইটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

প্রধান অতিথি হিসেবে অনলাইনে শাখা দুইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। 

অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ^স্ত ব্যাংকিং সেবার মাধ্যমে গ্লোবাল ইসলামী ব্যাংক দেশে ও দেশের বাইরে তাঁর স্বকীয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫