Logo
×

Follow Us

অর্থনীতি

ডেলিফ্রান্স বাংলাদেশের নতুন আউটলেট উদ্বোধন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ১৯:০৫

ডেলিফ্রান্স বাংলাদেশের নতুন আউটলেট উদ্বোধন

আউটলেট উদ্বোধন

ফ্রান্সের বিখ্যাত ফ্রোজেন বেকারি আইটেম কোম্পানি “ডেলিফ্রেন্স” বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। 

মঙ্গলবার (২ নভেম্বর) গুলশান এভিনিউতে প্রথম আউটলেটটি উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফরাসী রাস্টদূত জন-মেরিন শুহ্। 

বাংলাদেশে ডেলিফ্রেন্সের কার্যক্রম পরিচালনা করবে লেস ব্লিউস লিমিটেড, প্রতিস্টহানটির সূত্রে জানা যায়, ডেলিফ্রেন্স বাংলাদেশে বৃহত পরিসরে কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী, বাংলাদেশের মানুষ ভোজন রসিক, খাবার ও খাবারের প্রতি মানুষের ভালোবাসার মাধ্যমে ডেলিফ্রেন্স ফ্রান্স-বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক আরো গভীর করতে চায়।

অনুষ্ঠানে ফরাসী রাস্টদূত তাঁর দেশের মানুষের খাদ্যাভ্যাস এবং অন্যান্য বিষয় ইত্যাদি নিয়ে উপস্থিত সবার সাথে দীর্ঘ আড্ডা দেন, এসময় ডেলিফ্রেন্স কর্মকর্তারা বিভিন্ন উদ্যোগে ফরাসী দূতাবাসের সাথে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। 

উল্লেখ্য, ডেলিফ্রেন্স ফ্রান্স ভিত্তিক বহুজাতিক বেকারি কোম্পানি, পৃথিবীর প্রায় শতাধিক দেশে এর কার্যক্রম চলমান, ১৯৭৮ সালে যাত্রা শুরু করলে এটি বহুজাতিক প্রতিষ্ঠান হিসেবে পুর্নভাবে কার্যক্রম চালু করে ১৯৮৩ সালে।-বিজ্ঞপ্তি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫