Logo
×

Follow Us

অর্থনীতি

বাংলাদেশে বিনিয়োগ নিরাপদ ও লাভজনক

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ০৮:৫৩

বাংলাদেশে বিনিয়োগ নিরাপদ ও লাভজনক

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী বলেছেন, বাংলাদেশে যেকোনও খাতে বিনিয়োগ করা নিরাপদ ও লাভজনক। শতভাগ রফতানি সুবিধাসহ বাংলাদেশে বিদ্যমান বিশাল বাজার সুবিধা গ্রহণ করে যে কেউ যেকোনও খাতে যত খুশি বিনিয়োগ করতে পারে। 

তিনি জানান, বিডা বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা দেওয়ার কাজ করছে।

গতকাল বুধবার (১০ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতে এক্সপো ২০২০, দুবাইয়ে বাংলাদেশ প্যাভিলিয়নের সম্মেলনকক্ষে আয়োজিত ‘বাংলাদেশে বিনিয়োগ করুন : খাদ্য ও সংশ্লিষ্ট কৃষি প্রক্রিয়াজাত খাত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ এগ্রো প্রসেসিং এসোশিয়েশনের (বাপা) সহযোগিতায় বিডা সেমিনারের আয়োজন করে। বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বাপার সহসভাপতি সৈয়দ মাহমুদ শোয়েব হাসান, দুবাইয়ের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডার পরিচালক মো. আরিফুল হক। 

অভিজিৎ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ বিনির্মানে সরকার নিরলস কাজ করে যাচ্ছি। গত ১২ বছর ধরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে ৬ এর উপরে রয়েছে, কোভিডের আগের বছর, যা ছিল ৮ দশমিক ২ শতাংশ। এমনকি কোভিডকালীনও আমাদের প্রবৃদ্ধি ৫ দশমিক ২৪ শতাংশ হয়েছে। 

তিনি বলেন, এসব তথ্য বাংলাদেশের ধারাবাহিক উন্নতির চিত্র প্রকাশ করে। তিনি বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের আগামী ২৮ থেকে ২৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে যোগদানের আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত মো আবু জাফর বাংলাদেশের ইতিহাস ও ক্রম উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর অর্থনীতির দেশ। উর্বর মাটিতে প্রায় সব ধনের ফসল বিপুল উৎপাদন হয়। বাংলাদেশে খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত খাতে নিরাপদ লাভজনক বিনিয়োগের অপার সুযোগ রয়েছে।

মো. আরিফুল হক তার প্রবন্ধে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, বিদ্যমান সুযোগ সুবিধা ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প, চামড়া, পাট, হালকা প্রকৌশল, অটোমোবাইলসহ আরও বেশ কয়েকটিখাতে বিনিয়োগ করা লাভজনক বলে উল্লেখ করেন।  

তিনি বলেন, বাংলাদেশ স্বল্প মুজুরির তারুণ্য শক্তির দেশ, যার ফলে এখানে বিনিয়োগ করে বিশ্বের যেকোনও স্থানের চেয়ে বেশি লাভ করার সুযোগ রয়েছে। 

সেমিনারে বাপার সহসভাপতি সৈয়দ মাহমুদ শোয়েব হাসান কৃষিখাতকে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম খাত উল্লেখ বলেন, দিন দিন বাংলাদেশের মানুষের ক্রয়ক্ষমতা বাড়ছে, যার ফলে এখন গুণগত মানের খাদ্যের চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে। 

সেমিনারে বিভিন্ন দেশের পঞ্চাশের উপর বিদেশি বিনিয়োগকারীসহ প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীর উপস্থিত ছিলেন। -বাসস

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫