Logo
×

Follow Us

অর্থনীতি

ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সুখবর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ১৮:৫৩

ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সুখবর

ফাইল ছবি

এতদিন কুটির, মাইক্রো ও ক্ষুদ্র (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের ঋণের বিপরীতে ক্রেডিট গ্যারান্টি সুবিধার পরিমাণ ছিল সর্বনিম্ন ২ লাখ টাকা এবং সর্বোচ্চ ৫০ লাখ টাকা। তবে সিএমএসএমই ঋণের বিপরীতে ক্রেডিট গ্যারান্টির আওতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে সর্বনিম্ন ২৫ হাজার টাকায় এবং সর্বোচ্চ এক কোটি টাকার বিপরীতে ক্রেডিট গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়, ‘প্রধানমন্ত্রী ঘোষিত সিএমএসএমই (কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি) খাতে প্রণোদনা প্যাকেজের দ্বিতীয় পর্যায়ের ২০ হাজার কোটি টাকার ঋণ বিতরণ শতভাগ বাস্তবায়ন নিশ্চিতকল্পে ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় সিএমএসএমই খাতের জামানতবিহীন প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তা এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের ক্রেডিট গ্যারান্টি সুবিধার আওতায় অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে এ খাতে ঋণ প্রবাহ আরও বৃদ্ধির লক্ষ্যে স্কিমের ঋণের সীমা পুনর্নির্ধারণ করার আবশ্যকতা দেখা দিয়েছে।’

বাংলাদেশ ব্যাংক বলেছে, ‘সিএমএসএমই খাতে বিশেষ ঋণ সুবিধা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতি পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে এতদিন সর্বনিম্ন ২ লাখ টাকা এবং সর্বোচ্চ ৫০ লাখ টাকার পরিবর্তে যথাক্রমে সর্বনিম্ন ২৫ হাজার টাকায় এবং সর্বোচ্চ এক কোটি টাকায় ঋণ সীমা পুনর্নির্ধারণ করা হলো।’

মহামারির সময়ে ব্যাংকগুলো যাতে বেশি বেশি ছোট ঋণ বিতরণ করে, সেজন্য গত বছরের জুনে ‘ক্রেডিট গ্যারান্টি স্কিম বা ঋণ নিশ্চয়তা স্কিম’ নামে একটি তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫