Logo
×

Follow Us

অর্থনীতি

ইভ্যালির লেনদেনের তথ্য দিতে বিকাশ-নগদকে নির্দেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২, ১৮:৪০

ইভ্যালির লেনদেনের তথ্য দিতে বিকাশ-নগদকে নির্দেশ

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিন। ছবি: সংগৃহীত

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান তার স্ত্রী শামীমা নাসরিনের ব্যাংক হিসাবে ২৮ লাখ টাকার উৎস সংক্রান্ত সব তথ্য সিআইডিকে সরবরাহ করতে বিকাশ ও নগদের ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশ দিয়েছেন আদালত।

এক আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ হাকিম কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার দাস আর্থিক লেনদেনের তথ্য সরবরাহে আদালতের নির্দেশনা চেয়ে আবেদন করেন।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলাটির বাদী এবং ইভ্যালির গ্রাহক মোহাম্মদ আলমগীর হোসেন ইলেকট্টনিক সামগ্রী কেনার জন্য ২০২০ সালের ১ জানুয়ারি থেকে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিকাশ ও নগদের মাধ্যমে ২৮ লাখ টাকা পরিশোধ করেছেন। কিন্তু আসামিরা পণ্য সরবরাহ করেনি। যে কারণে বিকাশ ও নগদের আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য তদন্তের স্বার্থে প্রয়োজন।

গত বছরের ৩০ সেপ্টেম্বর রাসেল, তার স্ত্রী ও ইভ্যালির চেয়ারম্যান শামীমা এবং অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে বাড্ডা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই বছরের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাসেল-শামীমা দম্পতির বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র‍্যাব।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫