
প্রতীকী ছবি
ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে নিজস্ব পেমেন্ট গেটওয়ে থেকে রাশিয়ার একাধিক লেনদেন ব্লক করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক আর্থিক সেবা করপোরেশন মাস্টারকার্ড।
আজ মঙ্গলবার (১ মার্চ) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা ও যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম নেটওয়ার্ক সুইফট থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে নিষিদ্ধ করে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংককে নিষেধাজ্ঞার প্রভাব কমাতে তার বৈদেশিক রিজার্ভ বরাদ্দ করা থেকে বিরত রাখবে।
এ ঘোষণার পরেই রুশ সংশ্লিষ্ট অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা গেল মার্কিন বহুজাতিক আর্থিক সেবা প্রতিষ্ঠান মাস্টারকার্ডকে।