Logo
×

Follow Us

অর্থনীতি

রাশিয়া থেকে সরে গেছে ভিসা ও মাস্টারকার্ড

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ১২:৩৫

রাশিয়া থেকে সরে গেছে ভিসা ও মাস্টারকার্ড

ফাইল ছবি

বিশ্বব্যাপী লেনদেনের মাধ্যম মাস্টারকার্ড ও ভিসা ঘোষণা করেছে, ইউক্রেনে হামলার কারণে তারা রাশিয়ায় কার্যক্রম স্থগিত করেছে।

গতকাল শনিবার (৫ মার্চ) এক বিবৃতিতে তারা বলেছে, রাশিয়ার ব্যাংকগুলো এখন আর তাদের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে না। সেই সঙ্গে অন্য দেশের কোনও ব্যবহারকারীও রাশিয়ার কোনও মার্চেন্ট বা এটিএমে এসব কার্ড ব্যবহার করতে পারবেন না।

মাস্টারকার্ড এক বিবৃতিতে বলেছে, আমরা হালকাভাবে এই সিদ্ধান্তটি নিইনি।  গ্রাহক, অংশীদার ও সরকারের সঙ্গে আলোচনার পর আমরা এই পদক্ষেপ নিয়েছে।

অন্যদিকে ভিসা জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে তারা রাশিয়ায় সবরকমের কার্যক্রম বন্ধ করে দিতে যাচ্ছে। অন্য দেশ বা কোম্পানির ইস্যু করা কার্ড রাশিয়াতেও ব্যবহার করা যাবে না।

ভিসার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল কেলি এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার বিনা প্ররোচনায় আগ্রাসন চালাচ্ছে এবং আমরা যে অগ্রহণযোগ্য ঘটনা প্রত্যক্ষ করছি, তার প্রেক্ষিতে আমরা এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। -বিবিসি ও আল জাজিরা

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫