বিশ্বসেরা হওয়ায় অর্থমন্ত্রীকে ওয়ালটনের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ১৭:১১

বিশ্বের সেরা অর্থমন্ত্রী নির্বাচিত হওয়ায় আ হ ম মুস্তফা কামালকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর দপ্তরে তাকে শুভেচ্ছা জানান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান ও উদয় হাকিম।
এ সময় অর্থমন্ত্রী বলেন, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল জগতে ওয়ালটন দেশের শীর্ষস্থানে রয়েছে। তারা দেশ ও দেশের বাইরে বাংলাদেশের অবস্থান অনেক উপরের দিকে নিয়ে যাচ্ছে। এজন্য ওয়ালটনকে ধন্যবাদ জানাচ্ছি।
ওয়ালটন গ্রুপের আরো উত্তরোত্তর সাফল্য কামনা করেন অর্থমন্ত্রী। এছাড়া তিনি এস এম জাহিদ হাসান এবং উদয় হাকিমকে শুভকামনা জানান।
সম্প্রতি বিশ্বের সেরা অর্থমন্ত্রী হিসেবে বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে ‘গ্লোবাল ফিন্যান্স মিনিস্টার অব দ্য ওয়ার্ল্ডে’ ভূষিত করা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক ফাইন্যান্সিয়াল টাইমস গ্রুপের মাসিক ম্যাগাজিন ‘দ্য ব্যাংকার’ পত্রিকা ২০২০ সালের জন্য ‘ফিন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার ফর এশিয়া-প্যাসিফিক অ্যান্ড গ্লোবাল অ্যাওয়ার্ড ২০২০’-এ তাকে ভূষিত করে।