বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কৃষি ব্যাংকের শ্রদ্ধার্ঘ্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ১৪:২৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন।
এছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংক প্রধান কার্যালয়ের মুজিব কর্ণারে জাতির পিতার জন্মদিন উপলক্ষে কেক কাটা এবং বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ ও সালমা বানু এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।