Logo
×

Follow Us

বাংলাদেশ

কুষ্টিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ১৯:৪১

কুষ্টিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেলের ধাক্কায় আমেনা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। 

আজ বুধবার (৩০ মার্চ) দুপুরে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের খয়েরপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমেনা খাতুন মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর গোরস্থান পাড়ার মুক্তার আলীর স্ত্রী।

আমলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) হাফিজুল ইসলাম জানান, দুপুরে খয়েরপুর বাজারের রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল ওই বৃদ্ধাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় মোটরসাইকেল চালকও গুরুত্বর আহত হন। আহতকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫