Logo
×

Follow Us

অর্থনীতি

আরো ১০০ উপজেলার বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতার আওতায় আসছে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ১০:২৭

আরো ১০০ উপজেলার বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতার আওতায় আসছে

অর্থ মন্ত্রণালয়

নতুন অর্থবছরে দেশের আরো ১০০ উপজেলার শতভাগ বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসছেন। তবে চলতি অর্থবছরের মতো আগামী অর্থবছরেও সামাজিক নিরাপত্তা খাতে নতুন কোনো কর্মসূচিতে অর্থের পরিমাণ বাড়বে না।

গতকাল রবিবার (১০ এপ্রিল) সামাজিক নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনার পর এসব সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

২০২০ সালে দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হলে সরকার প্রণোদনা কর্মসূচি হাতে নেয়। কর্মসূচির আওতায় ১৫০টি উপজেলার শতভাগ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আওতায় আসেন। চলতি অর্থবছরে এ কর্মসূচি আরো ১১২টি উপজেলায় বর্ধিত করা হয়। আগামী অর্থবছরে এই কর্মসূচির আওতায় আরো ১০০টি উপজেলা যোগ হবে।

অর্থাৎ এ কর্মসূচির আওতায় মোট ৩৬২টি উপজেলার শতভাগ দরিদ্র সরকারের সহায়তা পাবেন।

অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, নতুন ১০০ উপজেলার শতভাগ দরিদ্রকে কর্মসূচির আওতায় আনতে অতিরিক্ত ৫৫০ কোটি টাকা লাগবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫