Logo
×

Follow Us

অর্থনীতি

এডিপি অনুমোদনের জন্য এনইসিতে উঠছে আজ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২২, ১১:৩৫

এডিপি অনুমোদনের জন্য এনইসিতে উঠছে আজ

বার্ষিক উন্নয়ন কর্মসূচি। ফাইল ছবি

আগামী ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার দুই লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা প্রস্তাব করেছিলো পরিকল্পনা কমিশন। কমিশনের কার্যক্রম বিভাগের এ প্রস্তাব আজ মঙ্গলবার (১৭ মে) অনুষ্ঠেয় জাতীয় অর্থনৈতিক পরিষদে (এনইসি) অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। 

এনইসি চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করবেন।

চলতি অর্থবছরে এডিপির প্রস্তাবিত আকার মূল এডিপির তুলনায় ২০ হাজার ৭৪১ কোটি টাকা বেশি। চলতি অর্থবছর এডিপির আকার ছিল দুই লাখ ২৫ হাজার ৩২৫ কোটি টাকা। 

চলতি অর্থবছরের সংশোধিত এডিপির চেয়ে প্রস্তাবিত ৩৮ হাজার ৫১৬ কোটি টাকা বেশি। সংশোধনের পর চলতি অর্থবছরের এডিপির আকার দাঁড়িয়েছে দুই লাখ ৭ হাজার ৭৫০ কোটি টাকা। প্রস্তাবিত এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ ৯৩ হাজার কোটি টাকা। 

চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় যা মাত্র ২২৫ কোটি টাকা বেশি। চলতি অর্থবছরের মূল এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ ধরা হয় ৯২ হাজার ৭৭৫ কোটি টাকা। অবশ্য সংশোধিত এডিপিতে এ আকার ৭০ হাজার ২৫০ কোটি টাকায় নামিয়ে আনা হয়। 

পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের সদস্য প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, সরকারের অগ্রাধিকারের ভিত্তিতে আগামী অর্থবছরের এডিপির আকার এবং বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। এতে চলতি ও অগ্রাধিকারমূলক প্রকল্পে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা এবং স্বাস্থ্য খাত বরাবরের মতো গুরুত্বের তালিকায় রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫