
ছবি : সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের চতুর্থ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (২০ জুন) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সন্ধ্যা ৬টা ২৫
মিনিটে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার শাহজাহান শিকদার
এতথ্য জানান।
তিনি জানান, বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের চতুর্থ তলায় আগুনের
সূত্রপাত হয়। খবর পেয়ে মতিঝিল টহল ইউনিট তাৎক্ষণিক কাজ শুরু করে। এরপর সিদ্দিক বাজার
ফায়ার স্টেশন থেকে আরো ৩টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। চারটি ইউনিট চেষ্টা চালিয়ে
সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
চতুর্থ তলায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের
দপ্তর রয়েছে।