Logo
×

Follow Us

অর্থনীতি

ফের বাড়ল ডলারের দাম

Icon

প্রকাশ: ২১ জুন ২০২২, ১৮:৩৫

ফের বাড়ল ডলারের দাম

ফাইল ছবি

ফের ডলারের দাম বাড়াল বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার (২১ জুন) প্রতি ডলারে ১০ পয়সা বাড়িয়ে আন্তব্যাংকে ডলারের দাম ঠিক করা হয়েছে ৯২ টাকা ৯০ পয়সা। নিয়ে চলতি অর্থবছরে এপর্যন্ত প্রতি ডলারে দাম বাড়ল টাকা ১০ পয়সা বা দশমিক ৫৫ শতাংশ।

বাজার ঠিক রাখতে বিভিন্ন ব্যাংকের কাছে এরইমধ্যে বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

দীর্ঘদিন ধরে আন্তঃব্যাংকে ডলারের দাম ৮৪ টাকা ৮০ পয়সায় অপরিবর্তিত ছিল। তবে আমদানি ব্যাপক বাড়লেও রেমিট্যান্স কমাসহ বিভিন্ন কারণে গত আগস্ট থেকে ডলারের দাম একটু করে বাড়তে বাড়তে এপর্যায়ে আসে।

গত বৃহস্পতিবার অবশ্য প্রতি ডলার ৯২ টাকা ৮৫ পয়সায় উঠে। সেখান থেকে পয়সা কমে সোমবার আবার ৯২ টাকা ৮০ পয়সায় নামে।

চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ডলারের দাম ছিল ৮৫ টাকা ৮০ পয়সা। আর চলতি অর্থবছরের শুরুতে ছিল ৮৪ টাকা ৮০ পয়সা। এহিসেবে চলতি বছরে এপর্যন্ত দর বাড়ে টাকা ১০ পয়সা। আর চলতি অর্থবছরের এপর্যন্ত বেড়েছে টাকা ১০ পয়সা বা দশমিক ৫৫ শতাংশ।

ডলার বিক্রির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৪২ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। এর আগে গত আগস্টে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ওপরে ছিল।

 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫