Logo
×

Follow Us

অর্থনীতি

শাহজালাল ইসলামী ব্যাংক থেকে বিকাশে ফান্ড ট্র্যান্সফার সার্ভিস সেবার উদ্বোধন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২২, ১৮:৫৬

শাহজালাল ইসলামী ব্যাংক থেকে বিকাশে ফান্ড ট্র্যান্সফার সার্ভিস সেবার উদ্বোধন

বিকাশে ফান্ড ট্র্যান্সফার সার্ভিস সেবার উদ্বোধন

বেসরকারি খাতের ইসলামী শরীয়াহ্ ভিত্তিক বাণিজ্যিক ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের সব গ্রাহক মোবাইল এসজেআইবিএল নেটের (SJIBL Net) মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টে সহজেই দেশের যেকোনো প্রান্ত থেকে তাৎক্ষণিক টাকা পাঠাতে পারবেন। 

আজ মঙ্গলবার (২১ জুন) শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ যৌথভাবে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এই সেবার উদ্বোধন করা হয়। 

শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

এতে উপস্থিত ছিলেন- ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, এস. এম. মঈনুদ্দীন চৌধুরী ও মিঞা কামরুল হাসান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. আখতার হোসেন, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মো. সামছুদ্দোহা, ব্যাংকের কোম্পানি সচিব মো. আবুল বাশার, সিএফও মো. জাফর ছাদেক, কার্ড ডিভিশনের প্রধান মো. মারুফুর রহমান খান, বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ, হেড অব ফিনান্সিয়াল সার্ভিস জাহিদ আমিন আস সাজেদ, হেড অব ব্যাংকিং পার্টনারশিপ আদনান কবীর এবং ভিপি, ব্যাংকিং এন্ড পার্টনারশিপ তানভীর আজিজ খান প্রমুখ।

২০২০ সালের সেপ্টেম্বর মাসে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড মোবাইল অ্যাপ্স এসজেআইবিএল নেট সেবা চালু করে। এসজেআইবিএল নেটের মাধ্যমে একজন গ্রাহক নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করা, লেনদেনের বিবরণী ও মুনাফা-সহ যাবতীয় তথ্যাদি খুব সহজেই তার মুঠো ফোনের মাধ্যমে দেখতে পারেন। 

এছাড়া এই সেবার মাধ্যমে গ্রাহক খুব সহজেই ব্যাংকের অন্য অ্যাকাউন্ট এবং অন্য যেকোনো ব্যাংকেও টাকা পাঠাতে পারছেন ঘরে বসেই। এর পাশাপাশি শাহজালাল ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড-সহ অন্যান্য ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল প্রদান করতে পারছেন। মোবাইল ফোনের টপ আপ-সহ এমএফএসের টাকা প্রদান ও ইউটিলিটি বিলও গ্রাহক স্বাচ্ছন্দ্যের সাথেই সম্পন্ন করতে পারছেন এই অ্যাপ্সের মাধ্যমে। এখন থেকে শাহজালাল ইসলামী ব্যাংকের মোবাইল অ্যাপ্স এসজেআইবিএল নেটে যুক্ত হলো বিকাশে ফান্ড ট্র্যান্সফার ফ্যাসিলিটি। একজন গ্রাহক খুব সহজেই এই অ্যাপ্স ব্যবহার করে বিকাশে অর্থ পাঠাতে পারেন। এছাড়াও বিকাশ গ্রাহকগণ বিকাশের মোবাইল অ্যাপ্স দিয়েও অ্যাড মানির মাধ্যমে শাহজালাল ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সরাসরি বিকাশ অ্যাকাউন্টে টাকা নিতে পারবেন।-বিজ্ঞপ্তি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫