যমুনা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চুক্তি স্বাক্ষর

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২১ জুন ২০২২, ১৯:৪৫

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান
ভিসা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েট মেম্বারশিপে যোগদানের জন্য যমুনা ব্যাংক লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। সম্প্রতি যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি হয়।
যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারিক মোর্শেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এবং চুক্তিপত্র বিনিময় করেন।
এতে উপস্থিত ছিলেন- যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. আতিকুর রহমান ও মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন ও মো. রফিকুল ইসলাম প্রমুখ।