Logo
×

Follow Us

অর্থনীতি

বেনাপোলে ৪,৬০০ কোটি টাকার রাজস্ব আয়

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২২, ১৫:৪৩

বেনাপোলে ৪,৬০০ কোটি টাকার রাজস্ব আয়

বেনাপোল স্থলবন্দর। ফাইল ছবি

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সাথে আমদানি-রপ্তানি বাণিজ্য থেকে সদ্য বিদায়ী ২০২১-২২ অর্থবছরে চার হাজার ছয়শ’ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে। 

এর আগের অর্থবছরের তুলনায় গেল অর্থবছরে ৪৫৫ কোটি টাকা বেশি রাজস্ব আয় হয়েছে। ২০২০-২১ অর্থবছরে এই বন্দর থেকে রাজস্ব আয় হয়েছিলো চার হাজার ১৪৫ কোটি টাকা।

বেনাপোল কাস্টম হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সদ্য বিদায়ী অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে পণ্য আমদানির পরিমাণ কমেছে। এর আগের অর্থবছরের তুলনায় চার লাখ ৩০ হাজার মেট্রিক টন পণ্য কম আমদানি হয়েছে। ফলে রাজস্ব আয় লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি। তবে ২০২০-২১ অর্থবছরের তুলনায় গত বছর রাজস্ব আয় প্রায় ১১ শতাংশ বেড়েছে।

তিনি আরো বলেন, রাজস্ব আয় বাড়ার সাথে সাথে ইতোমধ্যে পণ্য খালাসে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো হয়েছে। পাশাপাশি শুল্ক ফাঁকি বন্ধে কড়াকড়ি আরোপ ও চোরাচালান প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। আলোচ্য সময়ে রাজস্ব আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল পাঁচ হাজার ১৫৮ কোটি টাকা। 

উল্লেখ্য, দেশে বর্তমানে ২৪টি স্থলবন্দরের মধ্যে চলমান ১২ বন্দরের সবচেয়ে বেশি রাজস্ব আসে বেনাপোল বন্দরের কাস্টম হাউস থেকে। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এ পথে ব্যবসায়ীদের বাণিজ্যের আগ্রহ রয়েছে যথেষ্ট।

বর্তমানে বন্দরে ২৮টি পণ্যাগার, আটটি ওপেন ইয়ার্ড, একটি ভারতীয় ট্রাক টার্মিনাল, একটি রফতানি ট্রাক টার্মিনাল ও একটি ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫