Logo
×

Follow Us

অর্থনীতি

শোক দিবসে সাউথইস্ট ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ১৩:৩১

শোক দিবসে সাউথইস্ট ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

শোক দিবসে সাউথইস্ট ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি। ছবি: সংগৃহীত।

জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বেসরকারি সাউথইস্ট ব্যাংক লিমিটেড। এর অংশ হিসেবে গত সোমবার (১৫ আগস্ট) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ব্যাংকের নিজস্ব জমিতে ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ করা হয়।

সাউথইস্ট ব্যাংক লিমিটেড এক সংবাদ বিবৃতিতে জানায়, জাতীয় শোক দিবস পালন এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদের স্মরণে সাউথইস্ট ব্যাংক লিমিটেড মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। এই চলমান শোক পালন কর্মসূচির আওতায় ঢাকায় বৃক্ষরোপণ করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন, উপ ব্যবস্থাপনা পরিচালকদ্বয়, ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিয়র নির্বাহীরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫