Logo
×

Follow Us

অর্থনীতি

নৌপথে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে গার্মেন্টস পণ্য

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ১৯:২৬

নৌপথে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে গার্মেন্টস পণ্য

মুক্তারপুর সামিট অ্যালায়েন্স পোর্টে জাহাজটি। ছবি- সংগৃহীত

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো গার্মেন্টসের অব্যবহৃত কটন কাপর-ঝুট রপ্তানি হচ্ছে ভারতে। এ রপ্তানি কার্যক্রমের মধ্য দিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আজ শনিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর পশ্চিম মুক্তারপুর সামিট অ্যালায়েন্স বন্দর থেকে ভারতে উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ‘ইয়া রাজ্জাক’ জাহাজটি। ৬৫০ কিলোমিটার দূরত্বের গন্তব্যে পৌঁছাতে এটির সময় লাগবে ছয় থেকে সাত দিন।

১১১ টন ঝুট কাপড়বাহী জাহাজটি ভারতের আসামের ধুবরী বন্দরে যাবে। মোক্তার হোসেন ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান এসব ঝুট রপ্তানি করছে। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের সাথে ভারতের ঝুট রপ্তানি কার্যক্রম শুরু হলো।

মুক্তারপুর সামিট অ্যালায়েন্স বন্দরের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) রুহুল আমিন জানান, প্রথম দিন ১১১ মেট্রিক টন চালান পাঠানো হয়েছে। ইতোমধ্যে জাহাজটি পোর্ট ছেড়েছে। এখন চূড়ান্ত কার্যক্রম শেষ হলে আগামীকাল দুপুরের মধ্যে ভারতের আসামের ধুবরী বন্দরের উদ্দেশ্য রওনা হবে জাহাজটি। বছরে এক লাখ মেট্রিক টন ঝুট রপ্তানির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

বিআইডাব্লিউটিএ পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, প্রথমবারের মতো ভারতের সঙ্গে বাংলাদেশের নৌপথে ঝুট রপ্তানি কার্যক্রম শুরু হলো। এর মধ্য দিয়ে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫