
ছবি : সাম্প্রতিক দেশকাল
ডিএসইতে প্রায় ১১ মাস পর দুই হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। গতকাল রবিবার (২৯ জুলাই) সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকার স্টক মার্কেটে এক হাজার ১০৫ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়। ওই দিন ডিএসইতে দুই হাজার ৪৯৭ কোটি টাকার বেশি লেনদেন হয়।
সংশ্লিষ্টরা জানান, গত কিছুদিন ধরে সার্বিকভাবে শেয়ারদর বাড়ছে। কয়েকটি শেয়ারের দর এক মাসে ৫০ শতাংশ থেকে দ্বিগুণ হয়েছে। এতে আকৃষ্ট হয়ে ছোটবড় সব ধরনের বিনিয়োগকারী নতুন করে বিনিয়োগে আকৃষ্ট হয়েছেন। এ কারণে লেনদেনের পরিমাণও বেড়েছে।
একক কোম্পানি হিসেবে ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ফরচুন সুজ, মালেক স্পিনিং, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আইপিডিসি এবং ইস্টার্ন হাউজিংয়ের অনেক বড় অঙ্কের শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৩৮২ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে এ সাত কোম্পানির ৫১৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা মোট লেনদেনের প্রায় চার ভাগের এক ভাগ।
এদিকে বৃহস্পতিবারের (২৫ আগস্ট) তুলনায় গতকাল সবচেয়ে লেনদেন বেড়েছে মালেক স্পিনিং, বিবিএস, কপারটেক, জিএসপি ফাইন্যান্স, জেএমআই হসপিটাল রিক্যুইজিট, আলিফ ম্যানুফ্যাকচারিং, ওরিয়ন ইনফিউশনস, ম্যাকসন্স স্পিনিং, আমান ফিড, ইস্টার্ন হাউজিং, মেট্রো স্পিনিং, আইএফআইসি ব্যাংক এবং নাহী অ্যালুমিনামের।
খাতওয়ারি লেনদেন বৃদ্ধিতে বস্ত্র খাতের অবদান বেশি। গতকাল এ খাতের ৫৮ কোম্পানির ৩৬৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। যা মোটের সাড়ে ১৭ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ২৬৪ কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতের ৩২ কোম্পানির।
শুধু লেনদেন নয়, বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে। ডিএসইতে ২১৯ কোম্পানির দর বৃদ্ধির বিপরীতে ১০২টির দর কমেছে এবং অপরিবর্তিত ৬১টির দর। এতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট বেড়ে ৬৪০১ পয়েন্ট ছাড়িয়েছে।