Logo
×

Follow Us

অর্থনীতি

ফের ঊর্ধ্বমুখী ডলার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৩

ফের ঊর্ধ্বমুখী ডলার

মার্কিন ডলার। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রাবাজারে ফের ঊর্ধ্বমুখী হয়েছে যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের মান। মার্কিন অর্থনীতি কিছু সময়ের জন্য মন্দায় থাকলেও বর্তমানে দেশটির অর্থনীতির ক্রমেই আরো শক্তিশালী হচ্ছে। এ কারণেই প্রধান বৈশ্বিক কারেন্সির দাম বেড়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ডলার সূচক শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়েছে। সেটা ১১০ দশমিক ২৪-এ গিয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি ইনস্টিটিউট ফর সাপ্লাই ম্যানেজমেন্ট (আইএসএম) জানায়, গত আগস্ট মাসে অ-উৎপাদনশীল পারচেজিং ম্যানেজার্স সূচক (পিএমআই) বেড়ে ৫৬ দশমিক ৯-এ দাঁড়িয়েছে। গত জুলাই মাসে যা ছিল ৫৬ দশমিক ৭। এ নিয়ে টানা দুই মাস তা বাড়ল। এর আগে তিন মাস সেটা নিম্নমুখী ছিল।

গত সপ্তাহে আইএসএমের জরিপে দেখা যায়, আগস্টে যুক্তরাষ্ট্রে কারখানা কার্যক্রম স্থিতিশীল থেকেছে। সেখানে বিশ্বের অন্যান্য বৃহৎ অর্থনীতিগুলোর শিল্প কর্মকাণ্ড অস্থির ছিল। 

এতে শক্তি ধরে রেখেছে ডলার। বিপরীতে অন্যান্য মুদ্রার দরপতন হয়েছে। জাপানি ইয়েনের মূল্য হ্রাস হয়েছে ২৪ শতাংশ। চলতি বছরে যা সর্বোচ্চ অবনমন। প্রতি ডলার বিক্রি হয়েছে ১৪২ দশমিক ৮১ ইয়েনে।

এসময়ে ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে ৩ দশমিক ৩৩৮ শতাংশ। পরিপ্রেক্ষিতে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রধান মুদ্রা ইউরোর দাম কমে শূন্য দশমিক ২৩ শতাংশ। প্রতি ইউরো বিক্রি হয় শূন্য দশমিক ৯৯০২ ডলারে।

তবে ব্রিটেনের মুদ্রার মূল্য বৃদ্ধি পায় শূন্য দশমিক ০২ শতাংশ। প্রতি পাউন্ড স্টার্লিং বিক্রি হয় ১ দশমিক ১৫১৫ ডলারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫