Logo
×

Follow Us

অর্থনীতি

জ্বালানি তেলের দাম ৮ মাসের মধ্যে সর্বনিম্ন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১০:১৭

 জ্বালানি তেলের দাম ৮ মাসের মধ্যে সর্বনিম্ন

তেলের চাহিদা কমেছে। ফাইল ছবি

বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্য ৮ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে। কেননা তেলের দাম বিশ্ব বাজারে প্রায় ৫ শতাংশ কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যাচ্ছে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক। এতে ২০ বছরের মধ্যে সর্বোচ্চ স্থানে উঠেছে ডলারের দর। 

ফলে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার ঝুঁকি থেকে যাচ্ছে। তাতে তেলের চাহিদা কমেছে। তাই জ্বালানি পণ্যটির দরপতন হয়েছে।

আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের সরবরাহ মূল্য ৪ দশমিক ৩১ ডলার বা ৪ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছে। প্রতি ব্যারেল বিক্রি নিষ্পত্তি হয়েছে ৮৬ দশমিক ১৫ ডলারে। সবমিলিয়ে চলতি সপ্তাহে এ তেলের দাম কমেছে ৬ শতাংশ।

মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দর কমেছে ৪ দশমিক ৭৫ ডলার বা ৫ দশমিক ৭ শতাংশ। প্রতি ব্যারেল বিক্রি নিষ্পত্তি হয়েছে ৭৮ দশমিক ৭৪ ডলারে। সবমিলিয়ে চলতি সপ্তাহে এ তেলের দাম পড়েছে ৭ শতাংশ।

এ নিয়ে টানা ৪ সপ্তাহ উভয় বাজার আদর্শের মূল্য কমল। গত ডিসেম্বরের পর যা প্রথম। এখন গত ১০ জানুয়ারির পর ডব্লিউটিআইয়ের দর সর্বনিম্ন। আর ব্রেন্টের দাম ১৪ জানুয়ারির পর সবচেয়ে কম। সামনের দিনগুলোতে এ দরপতন অব্যাহত থাকতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫