Logo
×

Follow Us

অর্থনীতি

আমদানি পণ্যের মূল্য যাচাইয়ের নির্দেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ২৩:০২

আমদানি পণ্যের মূল্য যাচাইয়ের নির্দেশ

বাংলাদেশ ব্যাংক। ছবি: ফাইল।

আমদানি পণ্যের মূল্য যাচাই-বাছাই করে ঋণপত্র (এলসি) খোলাসহ পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ সোমবার (১০ অক্টোবর) এ সংক্রান্ত নির্দেশনায় আন্তর্জাতিক বাজারদর যাচাই করে পণ্যের মূল্য নির্ধারণের কথা বলেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলার আগে ব্যাংকগুলোকে যাচাই–বাছাই করতে হবে। এ ক্ষেত্রে বিদেশি সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে আমদানিকারকের চুক্তির তারিখে আন্তর্জাতিক বাজারদর বা একই সময়ে পণ্যের আমদানি মূল্য কেমন, তা যাচাই করে নিশ্চিত হওয়ার পরই লেনদেন করতে হবে ব্যাংককে। ফলে এখন থেকে মূল্য যাচাই এবং প্রতিযোগিতামূলক দামে পণ্য আমদানির বিষয়ে ব্যবস্থা নিতে হবে ব্যাংকগুলোকে।

আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম ওঠানামার কারণে প্রয়োজনের বেশি ডলার খরচ হতে পারে—এই আশঙ্কায় এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া ডলারের ওপর চাপ কমানোও এই নির্দেশনার লক্ষ্য।

এদিকে বর্তমানে আন্তর্জাতিক কয়েকটি সংস্থার কাছ থেকে পণ্যের বাজারদর যাচাই করে এলসি খোলে ব্যাংকগুলো। নতুন পণ্যের ক্ষেত্রে তা যাচাই সহজ হলেও ব্যবহৃত পণ্যের দর নির্ধারণে জটিলতার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫