
পোশাককর্মীরা এক কারখানায় কাজ করছেন। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি বেড়েছে। চলতি ২০২২ সালের জানুয়ারি-সেপ্টেম্বর এই ৯ মাসে দেশটিতে রপ্তানি হয়েছে সাত দশমিক ৫৫ বিলিয়ন ডলারের তৈরি পোশাক। যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ৫১ শতাংশ বেশি।
মার্কিন যুক্তরাষ্ট্রের অফিসিয়াল সোর্স ‘অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা)’ এ তথ্য প্রকাশ করেছে।
আজ রবিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এ তথ্য জানিয়েছে।
অটেক্সার তথ্য অনুযায়ী, বাংলাদেশ জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে যুক্তরাষ্ট্রে ৭ দশমিক ৫৫ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রপ্তানি করেছে। এ সময়ে বাংলাদেশ থেকে তাদের পোশাক আমদানি ৫০ দশমিক ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ওই সময়ে বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি ৩৪ দশমিক ৬১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আট দশমিক ৫৪ শতাংশ পোশাক রপ্তানি করে যুক্তরাষ্ট্রে তৃতীয় পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে অবস্থান ধরে রেখেছে।
এ বিষয়ে জিএমইএ-এর পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধির পেছনে ২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময় কারখানা চালু রেখে তৈরি পোশাকের চাহিদা পূরণ করার কারণে এ সুফল পাওয়া যাচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে পোশাক শিল্পের কর্মপরিবেশের উন্নয়নে অনেকগুলো কাজ করেছে বাংলাদেশ সরকার। যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধির এটাও অন্যতম প্রধান কারণ।