
এসবিএসি ব্যাংকের নতুন শাখা উদ্বোধন অনুষ্ঠান
সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ৮৬ তম ‘‘দারুস সালাম রোড শাখা’’ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) মিরপুর-১ দারুস সালাম রোডস্থ সংহিতা ভবনে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসবিএসি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অন্যতম পরিচালক মোহাম্মদ নাজমুল হক।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুল আজীম, এ.কে.এম. রাশেদুল হক চৌধুরী প্রমুখ।
নতুন শাখা উদ্বোধনের মাধ্যমে বর্তমানে এসবিএসি ব্যাংকের শাখা ও উপশাখার সংখ্যা ১১০টিতে উন্নীত হলো।-বিজ্ঞপ্তি