Logo
×

Follow Us

অর্থনীতি

আবাসন ব্যবসায়ীদের প্রশংসায় মন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২, ১৭:২৩

আবাসন ব্যবসায়ীদের প্রশংসায় মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

আবাসন খাতের ব্যবসায়ীরা সব সময় জায়গা দখল করে না বলে মন্তব্য করে তাদের দিকে বাঁকা চোখে না তাকানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

আজ বুধবার (২১ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘রিহ্যাব ফেয়ার ২০২২’ এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

এসময় উদ্যোক্তাদের সৃষ্টিকে অস্বীকার করা যাবে না বলে মন্তব্য করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, রেমিট্যান্স পাঠালে প্রবাসী শ্রমিকদের রেমিট্যান্সযোদ্ধসহ নানা সম্মানসূচক শব্দ বলা হয়। কিন্তু যে উদ্যোক্তা গার্মেন্টস তৈরি করে পাঁচ হাজার শ্রমিকের কাজের ব্যবস্থা করেছে তাকে বলা হয় বুর্জুয়া, শোষক। তারা উদ্যোক্তা হওয়ায় বহু মানুষের কাজের ব্যবস্থা হয়েছে।

তিনি বলেন, আবাসন খাতের ব্যবসায়ীদের বাঁকা চোখে দেখবেন না। তারা সব সময় জায়গা দখল করে না। দু-একজন হয়তো খারাপ লোক আছে। এরকম দু-একজন খারাপ মানুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, মন্ত্রী-এমপিদের মধ্যেও আছে। সচিবরা সব ফেরেশতা হয়ে গেছেন এমনও নয়। নবী করিম (স.) ছাড়া দোষ-ত্রুটি বিহীন কোনো মানুষ নাই।

আবাসন ব্যবসায়ীদের উদ্দেশে তাজুল ইসলাম বলেন, শুধু বাসা-বাড়ি হলেই হবে না। নির্দিষ্ট এরিয়ায় আবাসনের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি সেখানে থাকতে হলে স্কুল, কলেজ, হাসপাতাল, শপিং মলসহ সব ধরনের সুবিধা নিশ্চিত করতে হবে।

নতুন ড্যাপের সংশোধনের বিষয়ে মন্ত্রী নলেন, ড্যাপের নীতি বাস্তবায়নে আমি নিরপেক্ষ ছিলাম। তবে যদি কোনো সংশোধন করলে রাষ্ট্র, দেশ, জাতির ক্ষতি না হয় তাহলে তা করা হবে। সেক্ষেত্রে সুনির্দিষ্ট করে সমস্যা দেখাতে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫