Logo
×

Follow Us

অর্থনীতি

সয়াবিন ও পাম তেল নিয়ে স্বস্তির খবর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩, ১৭:৩৩

সয়াবিন ও পাম তেল নিয়ে স্বস্তির খবর

সয়াবিন তেল। ছবি: সংগৃহীত

সয়াবিন তেল ও পাম তেলে ভ্যাট প্রত্যাহারের মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে এনবিআর।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিশোধিত সয়াবিন তেল ও পরিশোধিত পাম তেল স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে সমুদয় মূল্য সংযোজন কর অব্যাহতির মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হলো।

খুচরা পর্যায়ে তেল নিয়ে ভোক্তারা যেনো ভোগান্তিতে না পড়েন তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক এনবিআর কর্মকর্তা।

তিনি বলেন, নতুন বছরের প্রথম দিনেই রাজধানীতে খোলা সয়াবিনের দাম বেড়েছে। গত রবিবার (১ জানুয়ারি) নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। লিটারে খোলা সয়াবিন তেলের দাম হয়েছে ১৬৭ থেকে ১৮০ টাকা, যা আগে ছিল ১৬৭ থেকে ১৭০ টাকা।

তেলের দাম যেনো সহনীয় পর্যায়ে থাকে সেজন্যই কর অব্যাহতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫