Logo
×

Follow Us

অর্থনীতি

ক্রেস্ট সিকিউরিটিজের পলাতক মালিক গ্রেফতার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২০, ১৮:৪৩

ক্রেস্ট সিকিউরিটিজের পলাতক মালিক গ্রেফতার

করোনার মধ্যে অফিস গুটিয়ে পালিয়ে যাওয়া ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। 

সোমবার (৬ জুলাই) তাদের লক্ষ্মীপুর ও নোয়াখালীর জেলার সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

এ খবর নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

ডিবির রমনা বিভাগের উপ-কমিশনার এইচ এম আজিমুল হক বলেন, শেয়ার ও অর্থ আত্মসাতের অভিযোগে ক্রেস্ট সিকিউরিটিজের এমডি মো. শহীদ উল্লাহ ও তার স্ত্রী নিপা সুলতানাকে আটক করা হয়েছে।

করোনা সংকটের মধ্যে ব্রোকারেজ হাউজ ক্রেস্ট সিকিউরিটিজ গুটিয়ে এর মালিক শহিদ উল্লাহ সম্প্রতি লাপাত্তা হয়ে যান। এতে ব্রোকারেজ হাউজটির মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা বিপাকে পড়ে। সঙ্কটকালে তাদের শেয়ার ও অর্থ আটকে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন তারা। এরপর দুই বিনিয়োগকারী পল্টন থানায় দুটি মামলা করেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছিলো,  ব্রোকারেজ হাউজটির অধীনে প্রায় ২১ হাজারের মতো একাউন্ট রয়েছে, তাতে যে শেয়ার রয়েছে, তার বাজার মূল্য ৮২ কোটি টাকার মতো। 

পুলিশ কর্মকর্তা আজিমুল বলেন, ভুক্তভোগী দুজন মামলায় অভিযোগ করেন, তাদের কাছ থেকে এক কোটি টাকার বেশি নিয়ে লাপাত্তা হয়েছেন আসামি।

তিনি বলেন, ওই মামলা তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার শহীদ উল্লাহ ও তার স্ত্রীকে ঢাকায় আনা হচ্ছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫