Logo
×

Follow Us

অর্থনীতি

মসজিদে বিস্ফোরণে নিহত বাশারের পরিবারকে সাইফ পাওয়ারের সহায়তা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৬

মসজিদে বিস্ফোরণে নিহত বাশারের পরিবারকে সাইফ পাওয়ারের সহায়তা

নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণে ৩১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন হলেন বাশার মোল্লা। চলতি মাসের শুরুতে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় বাসার মোল্লার পরিবারকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আর্থিক সহায়তা করেছে সাইফ পাওয়ার গ্রুপ।

রাজধানীর মহাখালীতে মঙ্গলবার সাইফ পাওয়ারটেক লিমিটেডের প্রধান কার্যালয়ে মোল্লার স্ত্রী তাজিয়া বেগমের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন সাইফ পাওয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সন্তানের শিক্ষা গ্রহণ ও সাংসারিক খরচের জন্য আগামী দুই বছর প্রতি মাসে পরিবারটিকে এ সহায়তা করবে গ্রুপটি।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের পরিচালক তরফদার মো. রুহুল সাইফ, ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সিইও অবসরপ্রাপ্ত মেজর সিরাজুস সালেকীন, গ্রুপের চিফ ফিন্যান্সিয়াল অফিসার হাসান রেজা, গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর এডমিন অবসরপ্রাপ্ত মেজর ফারুখ আহমেদ খান, সাইফ পাওয়ার ব্যাটারির হেড অফ ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস হেলাল উদ্দিন শিকদার ও এজিএম নাজমুল করীম প্রমুখ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫