Logo
×

Follow Us

অর্থনীতি

স্বর্ণের দাম কমলো

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১, ২৩:০১

স্বর্ণের দাম কমলো

দাম বাড়ানোর এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১৯৮৩ টাকা কমানো হয়েছে। গত ৫ জানুয়ারি এই মানের স্বর্ণের দাম ভরিতে ১৯৮৩ টাকা বাড়ানো হয়েছিল।

মঙ্গলবার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, বুধবার (১৩ জানুয়ারি) থেকে নতুন এই দাম কার্যকর হবে। তবে রূপার দাম অপরিবর্তিতই থাকবে বলে জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭২ হাজার ৬৬৭ টাকা, যা মঙ্গলবার পর্যন্ত বিক্রি হচ্ছিল ৭৪ হাজার ৬৫০ টাকায়।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬৯ হাজার ৫১৭ টাকা। মঙ্গলবার পর্যন্ত এই মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয় ৭১ হাজার ৫০০ টাকায়।

আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬০ হাজার ৭৬৯ টাকা। মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণ প্রতি ভরি ৬২ হাজার ৭৫২ টাকায় বিক্রি হয়।

এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৫০ হাজার ৪৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫