
ভারতীয় পণ্য জব্দ
বেনাপোল কাস্টমস চেকপোস্ট এলাকা থেকে ভারত থেকে আসা এক পাসপোর্ট যাত্রীর ব্যাগ তল্লাশি করে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস, সাবান চকলেটসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।
বুধবার (৩ নভেম্বর) সকালে ভারতীয় এসব পণ্য জব্দ করা হয়।
কাস্টমস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারত ফেরত বাংলাদেশি এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিভিন্ন, প্রকার কসমেটিক, চকলেট, সাবান জব্দ করা হয়। কাস্টমস জানায় বিএসটিআই কর্তৃপক্ষের মান নির্ণয় বাধ্যতামূলক থাকায় পণ্যগুলো জব্দ করা হয়েছে।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস এলাকা থেকে ১০ লাখ টাকার বিভিন্ন প্রকার কসমেটিক, চকলেট, সাবান জব্দ করা হয়েছে। কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। রাজস্ব ফাঁকি রোধে কাস্টমস এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। চোরাচালান রোধে কাস্টমস সর্বদা তৎপর রয়েছে। তবে এসব পণ্যগুলা বিএসটিআই অন্তর্ভুক্ত পণ্য।
জব্দকৃত পণ্য বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে। একটি বিভাগীয় মামলা হয়েছে বলেও জানান তিনি।