Logo
×

Follow Us

অর্থনীতি

বেনাপোল বন্দর দখল নিতে বোমা হামলা, আহত ২০

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ১৪:২০

বেনাপোল বন্দর দখল নিতে বোমা হামলা, আহত ২০

বন্দরে অন্তত অর্ধ শতাধিক বোমার বিস্ফোরণ ঘটে। ছবি : বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল বন্দর দখল নিতে বহিরাগত দুর্বৃত্তদের বোমা হামলায় আহত হয়েছেন পথচারীসহ বন্দরের ২০ শ্রমিক। ফলে বন্দর দিয়ে   বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ হয়ে গেছে আমদানি-রপ্তানিসহ পণ্য খালাস প্রক্রিয়া। 

আজ সোমবার (২৮ মার্চ) সকালে কোনো কিছু বুঝে ওঠার আগেই একদল দুর্বৃত্ত বন্দরের হ্যান্ডলিং কার্যক্রম দখলে নিতে শ্রমিক সংগঠনের অফিসের সামনে বোমা হামলা শুরু করে। এতে আতংকে বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। কর্মরত শ্রমিকরা প্রাণ বাঁচাতে এদিক-সেদিক ছোটা ছুটি করতে থাকে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্দরে সব ধরনের মালামাল ওঠা-নামাসহ পণ্য খালাস কার্যক্রম বন্ধ রয়েছে। 

বন্দরে অন্তত অর্ধ শতাধিক বোমার বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত ইমরান হোসেন নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসেপাতালে ভর্তি করা হয়েছে। 

দীর্ঘদিন ধরে বন্দরে হ্যান্ডলিং শ্রমিকের ঠিকাদারি কাজ দখল নিতে দুটি গ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে। 

বন্দর হ্যান্ডলিং শ্রমিক ঠিকাদার অহিদুজ্জামান অহিদ জানান, সকালে প্রতিদিনের মতো শ্রমিকরা কাজে যোগদান করেন। কোনোকিছু বোঝার আগেই বহিরাগত একদল শ্রমিক বন্দরের সামনে অর্ধ শতাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। ফলে বন্দরে সব ধরনের কাজকর্ম বন্ধ হয়ে যায়। রাশেদ বাহিনীর লোকজন বন্দরে এ ধরনের বোমা হামলা করেছে। 

নাভারন পুলিশের ‘ক’ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, বোমা হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে রাশেদ কাউন্সিলরের নেতৃত্বে বন্দরে বোমা হামলা করা হয়েছে। এ ঘটনায় আমরা তিনজনকে আটক করেছি। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫