
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন ও বিপণন কোম্পানি সৌদি আরামকো। ছবি: এএফপি
এশিয়ার বাজারে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। সেপ্টেম্বরে সরবরাহ হবে এমন আরব লাইট তেলের বিক্রয় মূল্য (ওএসপি) বাড়ানো হয়েছে প্রতি ব্যারেলে ৫০ সেন্ট, যা এ যাবত কারের মধ্যে সবচেয়ে বেশি। আগস্টে এ তেলের দাম ছিল ৯.৮০ ডলার প্রতি ব্যারেল।
পাশাপাশি আরব এক্সট্রা লাইট তেলের দাম প্রতি ব্যারেল ৩০ সেন্ট বাড়িয়ে করা হয়েছে ১০.৯৫ ডলার। আরব মিডিয়াম তেলের দাম ৬০ সেন্ট বাড়িয়ে করা হয়েছে ৭.৭৫ ডলার। এ দুই তেলের দামও রেকর্ড সর্বোচ্চ বাড়ানো হয়েছে।
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন ও বিপণন কোম্পানি সৌদি আরামকো এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, চলতি আগস্ট থেকে দেশটির জ্বালানি তেলের এশিয় ক্রেতাদের প্রতি ব্যারেল তেলের জন্য অতিরিক্ত ৫০ সেন্ট (হাফ ডলার) বেশি দিতে হবে। এর আগে এশিয়ার ক্রেতাদের জন্য ব্যারেলপ্রতি জ্বালানি তেলের দাম এই পরিমাণ বৃদ্ধির তথ্য নেই।