কয়লা সংকটে এক মাস বন্ধ থাকার পর আগামীকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) থেকে ফের উৎপাদনে যাচ্ছে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র। ১৩২০ মেগাওয়াট সক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পুনরায় চালু করতে ইতিমধ্যে ৩০ হাজার টন কয়লা আমদানি করা হয়েছে।
এর আগে, উৎপাদন শুরুর মাত্র ২৭ দিনের মাথায় ১৪ জানুয়ারি কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ-ভারত মৈত্রী বিদ্যুৎ কোম্পানির (বিআইএফপিসিএল) আওতায় নির্মিত রামপাল বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ একরাম উল্লা গণমাধ্যমকে বলেন, ৯ ফেব্রুয়ারি আমরা ৩০ হাজার টন কয়লা আমদানি করেছি। একই সঙ্গে ১৮ ফেব্রুয়ারি আরো ৫০ হাজার টনের আরেকটি চালান আসবে।
কয়লার সংকট কেটে যাওয়ায় আমরা আগামীকাল বুধবার থেকে রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বরেও জানান তিনি।
১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই মৈত্রী বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত হলেও বাগেরহাটের রামপালে অবস্থিত হওয়ায় রামপাল বিদ্যুৎকেন্দ্র নামেই বেশি পরিচিত।
এর প্রথম ইউনিটি এর উৎপাদন ক্ষমতা ৬৬০ মেগাওয়াট। গত ১৫ আগস্ট প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এই ইউনিট থেকে গত ১৭ ডিসেম্বর জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
এলসি জটিলতায় কয়লা আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ জানুয়ারি সকাল ৯টার দিকে উৎপাদন বন্ধ হয়ে যায়। অন্যদিকে আগামী জুন থেকে দ্বিতীয় ইউনিটে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে।
কর্মকর্তারা জানান, বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিট চালু করতে প্রতিদিন ৫ হাজার টন কয়লার দরকার হয়।
জানা যায়, কেন্দ্রটিতে কয়লা মজুদের সক্ষমতা রয়েছে তিন মাসের। নিয়ম অনুযায়ী এক মাসের কয়লা মজুদ রাখার বাধ্যবাধকতা থাকলেও ডলার সংকটে এত দিন কেন্দ্রটিতে কয়লা মজুদ রাখা সম্ভব হয়নি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh