দেশের বাজারে সোনার দাম বেড়েছে। স্থানীয় বাজারে তেজারি সোনার (পাকা সোনা) মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সব থেকে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে করে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে এক লাখ এক হাজার ২৪৪ টাকা। দেশের ইতিহাসে আর আগে কখনো সোনার এত দাম হয়নি।
২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৬ হাজার ৬৩৭ টাকা, ১৮ ক্যারেটের দাম হবে ৮২ হাজার ৮১৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ৬৯ হাজার ৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভরি) এক হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ৫০ টাকা হবে।
আাগামীকাল শুক্রবার (২৫ আগস্ট) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সোনা সোনার দাম বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh