অস্থির ডলারের বাজার, খোলাবাজারে ১১৭ টাকা

ডলারের বাজারে সঙ্কট কাটছে না। কমেছে সরবরাহ। তাই দামেও অস্থিরতা। ১ আগস্ট ডলারের নতুন বিক্রয়মূল্য ১১২ টাকা ঠিক করে দেয় বাংলাদেশ ব্যাংক। তবে নির্ধারিত দামে বাজারে মিলছে না ডলার।

খোলা বাজারের ডলার ক্রয় করতে বাড়তি গুনতে হচ্ছে ৪ থেকে ৫ টাকা। সঙ্কট নিরসনে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি বাড়নোর পরামর্শ অর্থনীতিবিদদের।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে, মানি এক্সচেঞ্জগুলো ডলার কিনবে ১১১ টাকা ৫০ পয়সায় আর বিক্রি করবে ১১২ টাকায়। তব এ দামে ডলার মিলছে না বাজারে।

মানি এক্সচেঞ্জের কর্মকর্তারা জানান, জুলাই ও আগস্ট মাসে ডলার কেনার চাহিদা আগের মাসগুলোর তুলনায় কয়েকগুণ বাড়ে। এ সময় অনেকে বেড়াতে ও শিক্ষার জন্য বিদেশে গেছেন। তাদের প্রায় সবাই নিয়ে গেছেন নগদ ডলার। এতে করে বাজারে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। মানি এক্সচেঞ্জগুলোর বিরুদ্ধেও ডলারের কৃত্রিম সঙ্কট তৈরির অভিযোগও রয়েছে।

তবে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা জানান, ডলার সংকটের মূল কারণ সরবরাহে ঘাটতি।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ডলারের দাম নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //