সিন্ডিকেট বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ

বাজারে সিন্ডিকেট বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

আজ রবিবার (১৮ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশনা দেন।

সিন্ডিকেট নিয়ন্ত্রণে কী ভূমিকা রাখবেন জানতে চাইলে সালেহউদ্দিন বলেন, রাজধানীর কারওয়ান বাজারেই একটা পণ্য চারবার হাতবদল হয়। এগুলো প্রিজামপটিভ মানি, এত টাকায় বিক্রি করলে এত টাকা পাওয়া যাবে। এভাবে টাকা আদায় করা হয়। এগুলো বন্ধ করতে হবে। চাঁদাবাজি হয়। একটা ট্রাক ঢাকা পর্যন্ত আসতে সাত হাজার টাকা লাগে, কেউ একজন আমাকে বলেছিল। তবে এটা কিন্তু বাণিজ্য কিংবা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নয়। এটা যাদের দায়িত্ব, তাদের সঙ্গে কথা বলব।

এ সময় উপদেষ্টার কাছে সাংবাদিকরা প্রশ্ন করেন- আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকে আত্মগোপনে গেছেন। নতুন করে চাঁদাবাজ তৈরি হবে না, সেই নিশ্চয়তা কী?

জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, আমার কাছে অনেক প্রতিবেদন আসছে। চাল কিনবে চাতাল থেকে, এক গ্রুপ নিয়ে চলে গেছে, আরেক গ্রুপ এসে আবার চাঁদা দাবি করেছে। তখন আমি বলেছি তাৎক্ষণিকভাবে ডেপুটি কমিশনারকে বলো খোঁজ-খবর নিতে যাতে ভালো ব্যবসায়ীরা বাধাপ্রাপ্ত না হন। আমি জানি এক গোষ্ঠী গেলে নতুন আরেক গোষ্ঠী আসবে।

সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না- জানতে চাইলে উপদেষ্টা সালেহউদ্দিন বলেন, তাৎক্ষণিকভাবে খোলাবাজারে কিছু বিক্রি করতে হবে। তবে সবকিছু একদিনে প্রত্যাশা করা যাবে না। হঠাৎ করে সবকিছু বন্ধ করে দিলে লোকজন ভুক্তভোগী হবেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //