Logo
×

Follow Us

অর্থনীতি

কমল ডলারের দাম!

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৬:১২

কমল ডলারের দাম!

প্রতীকী ছবি।

বৈশ্বিক অর্থনীতির নানা অনিশ্চয়তার মধ্যেই ৭ সপ্তাহ পর কমতে শুরু করেছে ডলারের দাম। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন বাজার গবেষণা সংস্থা ট্রেডিং ইকনোমিকস। 

এতে বলা হয়, চলতি বছর মার্কিন মূল্যস্ফীতির হ্রাসের লক্ষ্যে সুদ হার কমানোর ঘোষণা এবং মার্কিন নাগরিকদের কেনাকাটার প্রত্যাশিত পরিমাণের তুলনায় কম হওয়াই ডলারের দাম কমানোর মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এছাড়া, জাপানি ইয়েনের বিপরীতে ডলারের দাম কমার বিষয়টি বৈশ্বিক অর্থনীতিতে বিশেষভাবে আলোচিত হয়েছে।

আরও একটি বড় কারণ হিসেবে বলা হচ্ছে, মার্কিনিরা বর্তমানে প্রত্যাশার চেয়েও কম কেনাকাটা করছেন। এছাড়া জাপানি ইয়েনের বিপরীতে ডলারের দাম কমার বিষয়টি বিশেষ আলোচনায় এসেছে বৈশ্বিক অর্থনীতিতে। 

এছাড়া, বাংলাদেশের অর্থনীতিতে ডলার বেচাকেনার ক্ষেত্রে ১ টাকার ব্যবধান বজায় রাখা যেতে পারে বলে মনে করা হচ্ছে, যা বিদেশি মুদ্রার বাজারে স্থিতিশীলতা আনতে সহায়ক হতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫