টানা ৮ দফায় যত বাড়লো স্বর্ণের দাম

চলতি বছর টানা ৮ দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এরমধ্যে জানুয়ারিতে ৩ দফায় এবং ফেব্রুয়ারিতে এখন পর্যন্ত ৫ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। সবমিলিয়ে আট বারে দাম বাড়ানো হয়েছে মোট ১৬ হাজার ২৩৭ টাকা।

গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে তিন দিনের মাথায় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক লাফে ভরিতে ৩ হাজার ২৪৩ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের ইতিহাসে আগে কখনো এক ভরি সোনার দাম এত বেশি হয়নি।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গুণতে হবে ১ লাখ ৪৭ হাজার ৫০৩ টাকা। পাশাপাশি ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৬ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪ হাজার ২০৬ টাকা।

এর আগে ২০২৪ সালে মোট ৬২ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যারমধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর ২৭ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh